বিবাহিত ও দুই সন্তানের পিতা হওয়া সত্বেও পুরুলিয়ার এক মহিলার সঙ্গে সত‍্য গোপন করে দুর্গাপুরের চন্ডীদাস মার্কেটের গুড্ডু অটো ওয়ার্ল্ডের মালিক আফরোজ আখতার ওরফে গুড্ডু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে দীর্ঘদিন ধরে। শেষমেষ প্রেমিকা সব জানতে পেরে গুড্ডুকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু বিয়ে করতে গুড্ডু অরাজি হওয়ায় বাধ‍্য হয়ে ওই মহিলার পরিবার পুলিশের শরণাপন্ন হন।

গুড্ডু বেগতিক বুঝে পালিয়ে যায়। গুড্ডুকে গ্রেফতার করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এদিকে ফেরার গুড্ডুকে গ্রেফতারের দাবিতে প্রেমিকাও গুড্ডুর বাড়ির সামনে অনশনে বসে পড়ে। অবশেষে সেই ফেরার গুড্ডুকে দুর্গাপুরের বিজোন ফাঁড়ির পুলিশ আসানসোলের ঝিংড়ি মহল্লা থেকে বুধবার গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে আদালত গুড্ডুকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিকে মেয়ের জীবন নষ্ট করায় গুড্ডুর কঠোর শাস্তি দাবি করেছেন ওই মহিলার মা।

Like Us On Facebook