দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে ছাত্রছাত্রীদের অভিভাবকরা বৃহস্পতিবার স্কুল ফি মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভ করেন। ডিএভি মডেল স্কুলের অভিভাবকদের সংগঠন সাত দফা দাবিতে বৃহস্পতিবার ডিএভি মডেল স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করেন। তাঁদের মূল দাবিগুলি হল, লকডাউন কালে স্কুল যখন সম্পূর্ণভাবে বন্ধ, তখন নিয়মিতভাবে যাবতীয় ফি নেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু এই লকডাউনের কারণে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা রয়েছেন নানা অসুবিধার মধ্যে। অভিভাবকরা এদিন স্কুলের ফি মুকুবের দাবি জানান স্কুল কর্তৃপক্ষের কাছে।
অভিভাবকদের সংগঠনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার দেখাও করা হয় এবং একটি স্মারকলিপি জমা দেয়া হয়। জানা গেছে, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখার জন্য ১৫ দিন সময় নিয়েছেন। এদিকে স্কুলের অভিভাবকরা চান দুর্গাপুরের মহকুমা শাসকের মধ্যস্থতায় স্কুলের ফি সংক্রান্ত সমস্যার সমাধান করা হোক। জানা গেছে, দুর্গাপুরের অন্যান্য স্কুলেও একই ভাবে অভিভাবকরা লকডাউনের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকলেও কর্তৃপক্ষ নিয়মত স্বাভাবিক হারে ফি নেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। ডিএভি মডেল স্কুলের অভিভাবকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপুরের বিভিন্ন স্কুলের অভিভাবকদের নিয়েও যৌথ মঞ্চ তৈরি করে স্কুলগুলির বিভিন্ন সমস্যার সমাধান করতে ঐক্যমতে আন্দোলন গড়ে তোলা হবে।