স্কুলের ফি মকুবের দাবিতে বুধবার ফের দুর্গাপুরে অভিভাবকরা বিক্ষোভে সামিল হলেন। এদিন দুর্গাপুরের এমএএমমসি মডার্ন স্কুলের ছাত্রদের অভিভাবকরা ফি মুকুবের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখান। অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ তাঁদের কাছে জোর করে টাকা নেওয়ার চেষ্টা করছে। তাঁরা বলেন, ‘করোনা আবহে চরম দুর্ভোগে আছি আমরা। তাই এই পরিস্থিতিতে শুধুমাত্র টিউশন ফি ছাড়া অন্যান্য ফি তাঁরা দিতে পারবেন না।’
স্কুল যত দিন বন্ধ থাকবে ততদিন তাঁরা অন্যান্য ফি দিতে নারাজ বলে দাবি অভিভাবকদের। বুধবার সকালে স্কুলের ছাত্রদের অভিবাবকরা সকলে এদিন জমায়েত হন স্কুলৈ সামনে এবং তুমুল বিক্ষোভ দেখান স্কুলের গেটের সামনে। এদিন বাম ছাত্র সংগঠনের সদস্যরাও অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন। দুর্গাপুরে বিভিন্ন বেসরকারি স্কুলে ফি মুকুবের দাবিতে প্রায় দিনই আন্দোলন চলছে। বুধবার ফের অভিভাবকরা বিক্ষোভ সমাবেশ করেন। এদিনে্র বিক্ষোভ কে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিউ টাউন শিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।