দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি স্কুলের ফি মকুবের সিদ্ধান্ত ঝুলেই রইল। আগামী ১০ আগস্ট হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে এখন সব মহল। মঙ্গলবার দুর্গাপুরের এসিপি (পূর্ব) স্বপন দত্তের কার্যালয়ে দুর্গাপুরের অভিভাবক ফোরামের সদস্যদের সঙ্গে এসিপি স্বপন দত্ত ও দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাসের এক বৈঠক হয়। বৈঠকে অনলাইন পড়াশোনা ছাড়া বাড়তি ফি মকুব নিয়ে আলোচনা হয়।

কিন্তু আগামী ১০ তারিখে স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য। তাই হাইকোর্টের রায় কি হয় তার পরই স্কুল ফিস নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এদিনের মিটিং থেকে বেরিয়ে অভিভাবক ফোরামের সদস্যরা জানান মিটিং খুব ভালো হয়েছে। তবে কোন সিদ্ধান্ত পৌঁছানো যায় নি। দশ তারিখের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রততী দাস বলেন, ‘মিটিং ভালো হয়েছে তবে কোন সিদ্ধান্ত আসা যায়নি। কারণ দশ তারিখে হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি আমরা। রায় ঘোষণার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Like Us On Facebook