দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন সঞ্জীব সরণীতে বৃহস্পতিবার মহিলাদের কটুক্তিকে কেন্দ্র করে একটি ভাড়া বাড়ির লোকজনদের ব্যাপক মারধর ও বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের পুলিশ আটক করেছে।

জানা গেছে, সঞ্জীব সরণিতে কয়েকজন যুবক একটি বেসরকারি সংস্থার কৃষিজাত পণ্য বিপণনের জন্য যুবক-যুবতীদের ট্রেনিং দিয়ে ব্যবসার কাজে নিযুক্ত করতে একটি ভাড়া বাড়িতে অফিস করে। ওই বাড়িতে প্রতিদিন প্রচুর বাহিরাগত যুবক যুবতী আসে। ওই অফিসের পাশেই একটি পুকুরে স্থানীয় মহিলারা স্নান করতে এলে অফিসে কর্মরত কেউ কেউ মহিলাদের কটুক্তি করে বলে অভিযোগ। বৃহস্পতিবার স্থানীয় দুই প্রতিবাদী ওই সংস্থার অফিসে এসে এর প্রতিবাদ করলে অফিসে কর্মরত কয়েকজন যুবক প্রতিবাদী দুই যুবককে অফিসে আটক করে বেধড়ক মারধর করে। প্রতিবাদী একজন আটক রয়ে গেলেও আর এক প্রতিবাদী কোন রকমে পাড়ায় ফিরে সব জানালে স্থানীয় বাসিন্দারা জোট বেঁধে ওই অফিসে গিয়ে অফিসে কর্মরত যুবকদের ব্যাপক মারধর করে। অফিস ও যুবকদের বাইকগুলিতে ভাঙচুর চালায় এবং গুরুতর আহত এক প্রতিবাদীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর পরেই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ এসে ওই সংস্থার অভিযুক্ত যুবকদের আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় মহিলাদের অভিযোগ ওই যুবকরা ব্যবসার নামে ওই ভাড়া বাড়িতে বাহিরাগত মহিলাদের এনে দেহ ব্যবসা করত। তাই স্থানীয় মহিলারা পুকুরে স্নান করতে এলেই অশ্লীল অঙ্গভঙ্গি করে কটুক্তি করে। অভিযুক্ত যুবকরা স্থানীয় মহিলাদের এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।



Like Us On Facebook