দুর্গাপুর ইস্পাত কারখানার শাসকদল তৃণমূল কংগ্রেসের ঠিকা শ্রমিক ইউনিয়নের রাশ কার হাতে থাকবে সেই নিয়ে নতুন ও পুরাতন দুই গোষ্ঠীর কোন্দলের জেরে শুক্রবার সকালে দুর্গাপুরের আমরাই গ্রামে ব্যাপক বোমাবাজিতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এলাকায় মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা গেছে, ডিএসপি কারখানার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর শীর্ষ নেতাদের অনুগত নেতাদের বাড়ি হল আমরাই গ্রামে। ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে। এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর কয়েকজন কর্মীর ডিএসপি ঠিকা শ্রমিকদের দেওয়া গেটপাস কেড়ে নেয়। ফলে সেই নিয়ে দুই গোষ্ঠীর পুরানো রাগ ফের চাঙা হয়ে উতপ্ত হয় আমরাই গ্রাম। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলে দুপক্ষই গন্ডগোলে জড়িয়ে পড়ে বোমাবাজি করে বলে অভিযোগ। ব্যাপক বোমাবাজির ফলে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?