শাসক দলের গোষ্ঠী কোন্দলে পড়ে কাঁকসার সরকার পোষিত গ্রন্থাগারগুলি আর্থিক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, এই রকমই অভিযোগ পাঠকদের একাংশের।কাঁকসায় সরকার পোষিত ৬টি গ্রামীণ ও ১টি টাউন গ্রন্থাগার রয়েছে। পূর্বে গ্রন্থাগারের সদস্যরাই গ্রন্থাগার পরিচালন সমিতির সদস্যদের নির্বাচন করতেন। নির্বাচিত সদস্যরা বৈঠক করে গ্রন্থাগার উন্নয়নের পরিকল্পনা চূড়ান্ত করতেন।
কিন্তু গত বছর পশ্চিমবঙ্গ সরকার এক নোটিশ জারি করে পূর্বের নিয়ম স্থগিত করে দিয়ে নতুন নিয়ম বলবৎ করে। নতুন নিয়মে জানা গেছে, সরকার মনোনীত কমিটি গ্রন্থাগার গুলির পরিচালনা করবে। স্বাভাবিকভাবেই শাসক দলের অনুগত ব্যক্তিত্ব বা নেতা-কর্মীদের গ্রন্থাগার পরিচালনা করার দায়িত্ব পাওয়ার কথা। কাঁকসার গ্রন্থাগারের সদস্যদের অভিযোগ, কাঁকসায় শাসকদলের অন্তর্কলহে গ্রন্থাগারগুলি পরিচালনার অভাবে ধুঁকছে। গ্রন্থাগারগুলি বর্তমানে আর্থিক প্রতিবন্ধকতার শিকার। ফলে পাঠকরাও চরম সমস্যায় পড়েছেন।