ফাইল চিত্র

এক টাকার ছোট কয়েন নিষিদ্ধ নয়, সেই কয়েন নিতে অস্বীকার করা যাবে না – রিজার্ভ ব্যাঙ্ক বার বার তা ঘোষনা করলেও রেলের টিকিট কাউন্টারে সেই কয়েন নিতে চাইছেন না ভারতীয় রেলের কর্মীরাই। জেলাশাসকের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানালেন এক রেলযাত্রী।

শুক্রবার বর্ধমান স্টেশনে গাঙপুর যাওয়ার জন্য একটি টিকিট কাটতে যান শৌভিক দাস নামে বর্ধামনের এক যুবক। সেই টিকিটের মূল্যবাবদ তিনি পাঁচটি এক টাকার ছোট কয়েন দেন। কিন্তু কাউন্টারে থাকা রেলকর্মী সেই কয়েন নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। শৌভিক ঘটনাটি মোবাইলে রেকর্ডও করেন। তাঁর বক্তব্য, রেল সহ সরকারি দফতরগুলিই যদি কয়েন নিতে অস্বীকার করে তবে সাধারণ মানুষ যাবেন কোথায়। তাঁর দাবি, সেদিনই তিনি রেল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। রেল কোন ব্যবস্থা না নেওয়ায় এদিন জেলাশাসককের কাছে লিখিত অভিযোগ জানান তিনি।

জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, বাজার চলতি কোনও কয়েন নিষিদ্ধ নয়। তাই তা নিতে অস্বীকার করা যায় না। এ ব্যাপারে তিনি রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। বর্ধমানের স্টেশন ম্যানেজার যাবতীয় দায় চাপিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষের ওপর। তাঁর সাফাই, ব্যাঙ্ক কোনও কয়েনই নিতে চাইছে না। রেল পাহাড় প্রমাণ কয়েন নিয়ে সমস্যায় পড়ছে। সমস্যা হচ্ছে সেখানেই।

Like Us On Facebook