রাজ্য সরকার জুলাই মাসের ১ তারিখ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর কথা ঘোষণা করলেও শিবপুর-দুর্গাপুর রুটের কোন বাস চলবে না বলে জানিয়েছেন বাস মালিকরা। বৃহস্পতিবার বৈঠক করে আগামীদিনে বাস চালানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিবপুরের বাস মালিকরা।

শিবপুর থেকে ১৩ টি বাস শিবপুর–দুর্গাপুর আর ৩টি বাস শিবপুর-বর্ধমান রুটে চলে। বাস কর্মী রয়েছেন ৫৬ জনেরও বেশি। জুলাইয়ের প্রথম দিন থেকে বাস চলার অনুমতি দেওয়া হলেও শিবপুরের বাস মালিকরা ও কর্মীরা জানান, তাঁরা বাস চালাতে রাজি। কারণ, এই এলাকায় যাত্রী সংখ্যা ভাল। এছাড়াও শিবপুর–জয়দেব ফেরি সার্ভিস শুরু হয়েছে। ফলে যাত্রী সংখ্যা নিয়ে চিন্তা নেই। তাঁরা বাস চালাতে রাজি, কিন্তু শ্রমিক, নিত্যযাত্রী ও অনান্য যাত্রীদের ভাড়ায় যে কনসেশন দেওয়া হয় তা দেওয়া সম্ভব হবে না। এছাড়া ছয়টি বাস চালানো হবে ৪০ মিনিট অন্তর।

বাস কর্মী আর বাস মালিকেরা জানাচ্ছেন, ডিজেলের দাম যেভাবে বেড়েছে তাতে কোভিডের নিয়ম মেনে কনসেশন দিয়ে বাস চালানো সম্ভব নয়। বাস মালিক এবং শ্রমিকেরা চাইছেন, ৫০ শতাংশ যাত্রীর নিয়ম মেনে বাস চালাতে হলে সরকার যেন তাঁদের কিছু আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করে। আগামীকালের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এই রুটে বাস চলবে কি না।

অপরদিকে, একই পথে হাঁটছেন পানাগড় বাজার বাস মালিক সংগঠনও। পানাগড় বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, বাস চালাতে কোন সমস্যা নেই। তবে সরকার যে শর্ত রেখেছে তাতে বাস চালানো অসম্ভব। তার উপরে বাঁশকোপা টোল প্লাজার টোল নিয়ে জোর জুলুম, বাস চলবে কিনা তার সঠিক উত্তর পাওয়া যায় নি। তবে তিনি জানিয়েছেন, অল্প কিছু বাস রাস্তায় নামবে। তাদের যদি ভাড়ায় পোষায় তবে বাস চলবে। তা না হলে বাস বন্ধই থাকবে।

Like Us On Facebook