রাজীব-মিঠুর প্রেম কাহিনী এখন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় বাসিন্দাদের মুখে মুখে ফিরছে। একজন আর একজনকে ছাড়া এক মূহুর্ত থাকতে পারে না। সারাদিন দু’জন দু’জনের গায়ে লেগে থাকে। তাদের এই সম্পর্ক পরিবারের সকলেই বেশ উপভোগ করছেন। এবার হেঁয়ালি ছেড়ে আসল কথায় আসা যাক, রাজীবের প্রেমে পড়েছে শালিক মিঠু। রাজীব যেখানে, পায়ে পায়ে মিঠু পৌঁছে যায় সেখানেই, উঠে পড়ে রাজীবের কাঁধে। রাজীবের কাঁধ যে তার বড় ভরসার জায়গা।

মাস দুয়েক আগে একটি গাছের নীচ থেকে অসুস্থ শালিকটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছিল মন্তেশ্বরের বালিজুড়ি গ্রামের রাজীব মন্ডল। সেবা-শুশ্রুষা করে তাকে সুস্থ করে তোলে। সেই থেকেই সম্পর্কের বাঁধন শক্ত হয়। বনের জীবনে আর ফিরে যায়নি পাখিটি। খুঁজে নেয়নি কোনও গাছের শক্ত ডাল। রাজীবই হয়ে উঠেছে তার সর্বক্ষণের সঙ্গী। সে এখন রাজীবের ঘরের এক অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। রাজীব ভালোবেসে নাম দিয়েছে মিঠু। এখন শুধু নাম ধরে ডাকার অপেক্ষা। কাঁধের উপর এসে বসে চুপটি করে।

রাজীব জানান, কাজের তাগিদে বাইরে যেতেই হয়। তখনও ও আমার সঙ্গী হয়। উড়ে এসে বসে মোটর সাইকেলে। খাওয়া নিয়ে কোন সমস্যা নেই, একটু ভাত-মুড়ি-বিস্কুটেই ও সন্তুষ্ট। ওকে খাঁচা বন্দি করে রাখতে চাই না। রাতে বিড়ালের ভয়ে ও নিজেই খাঁচায় ঢুকে যায়।

Like Us On Facebook