দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ কোক ওভেন প্ল্যান্টের গ্যাস লিক কাণ্ডে সরজমিনে তদন্তের জন্য কারখানার নিরাপত্তার দায়িত্ব প্রাপ্ত জেনারেল ম্যানেজার নবারুণ রায়কে সাময়িক সাসপেন্ড করল। দুর্গাপুর ইস্পাত কারখানার জন সংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার এই সংবাদ জানিয়ে বলেন, দুর্গাপুর ইস্পাত কারখানা এমন এক প্ল্যান্ট যেখানে শ্রমিকদের জন্য সমস্ত সুযোগ সুবিধার কথা ভাবা হয়, যা অন্য কোন সংস্থা শ্রমিকদের জন্য ভাবেনা। ডিএসপির জন সংযোগ আধিকারিক মৃত বা আহতদের ক্ষতিপূরণের ব্যাপারে বিশদ না বললেও এক প্রশ্নের উত্তরে বলেন ডিএসপির নিয়ম অনুসারে প্ল্যান্টের ভিতর কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে অথবা আহত হলে যে যে সুবিধা পাওয়া যায় নিয়ম অনুসারে সেই সব সুযোগ সুবিধা মৃত ও আহতদের পরিবার পাবে।

রবিবার রাতে প্ল্যান্টের গ্যাস লিক কান্ডে ২ শ্রমিক মৃত ও ৫ জন আহত হওয়ার জেরে সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তৃণমূলের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঠিকা শ্রমিকদের কাজে নিরাপত্তা সহ মৃতদের পরিবারের জন্য স্থায়ী চাকরি ও আহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের দাবিতে সমস্ত ঠিকাশ্রমিক ডিএসপির ইডি ওয়র্কসকে ঘেরাও করে। উত্তাল হয় গোটা দুর্গাপুর শিল্পাঞ্চল।

তৃনমূল কংগ্রেসের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় বলেন, ডিএসপি কর্তৃপক্ষ আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। প্রভাতবাবু আরও বলেন, এক মাসের মধ্যে মৃত দুই শ্রমিকের পরিবারের একজনকে ডিএসপি কর্তৃপক্ষ একটি করে চাকরি দেবে। আহতদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচ দেবে ডিএসপি কর্তৃপক্ষ।এবং ঠিকা শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার ডিএসপি কর্তৃপক্ষ ১০ জনের একটি ডিজিএম লেভেলের আধিকারিকদের নিয়ে কমিটি গঠন করে নজরদারি চালাবে। তাছাড়া প্রভাত বাবুর দাবি, ডিএসপি কর্তৃপক্ষ শ্রমিকদের স্বার্থের কথা ভেবে গ্যাস লিক কান্ডে কর্তব্যে গাফিলতির দায়ে নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত জিএমকে সাসপেন্ড করেছে।

Like Us On Facebook