বর্ধমানে শাঁখারিপুকুরের উৎসব ময়দানে চলছে রাজ্য হস্তশিল্প মেলা। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, শৌখিন সাজসজ্জা ও পট চিত্র-সহ বিভিন্ন জিনিস থাকছে মেলায়। হরেক রকম হস্তশিল্পের জমজমাট বিকিকিনি চলছে মেলায়।