শুক্রবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর হাউসিং মাঠে শুরু হল হস্তশিল্প মেলা। এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য রেশম মহাসংঘের সচিব দেবযানী দত্ত, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারি সভাধিপতি দেবু টুডু, মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বিধায়ক খোকন দাস প্রমুখ।
উল্লেখ্য, কোভিডের কারণে গত বছর এই মেলা অনুষ্ঠিত হয়নি। এবছর এই মেলায় প্রায় ৯৫০ জন হস্তশিল্পী অংশ নিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ নদীর নামকরণে করা হয়েছে প্যাভিলিয়ন। এই মেলা চলবে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত। এদিন বক্তারা প্রত্যেকেই সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন, এই মেলা থেকে কেনাকাটা করার জন্য। এদিন মেলার উদ্বোধন করে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, করোনার জন্য হস্তশিল্পীদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। তাঁদের উৎপাদিত সামগ্রীকে বিপণনের জন্যই রাজ্য সরকার এই মেলা করছেন জেলায় জেলায়। তিনি এদিন সকলের কাছে মেলা থেকে কেনাকাটা করার জন্য আবেদন রাখেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, হস্তশিল্পীদের সাহাযার্থে মুখ্যমন্ত্রী ২০১২ সাল থেকে এই মেলার উদ্যোগ নেন। হস্থশিল্পীরা আগেও ছিলেন। কিন্তু তাঁদের রুটিরুজির সঠিক ঠিকানা ছিল না। এই মেলার মাধ্যমে হস্তশিল্পীরা উজ্জীবিত হচ্ছেন।