ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার এবং হস্তশিল্পীদের বিপণনে সহযোগিতা করতে বর্ধমানের উৎসব ময়দানে শুক্রবার থেকে শুরু হল হস্তশিল্প মেলা ২০১৮। মেলার উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ সুনীল মণ্ডল, রাজ্য বিপণন দপ্তরের সচিব অমিত দত্ত, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও। এবছর প্রায় ১২০০ শিল্পী মেলায় অংশ নিয়েছেন। করা হয়েছে ৩২ টি প্যাভিলিয়ন। মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।

এদিন মেলায় উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, কুটীর শিল্পের সাথে যারা যুক্ত তাদের অর্থনৈতিক উন্নতি করতে স্কীল ডেভলপমেন্ট থেকে শুরু করে তাদের আর্থিক সাহায্য এবং মেলায় যারা পসরা নিয়ে আসেন তাদের থাকা, খাওয়া এমনকি যাওয়া-আসার খরচও বহন করে রাজ্য সরকার। তিনি আরও বলেন, আমাদের রাজ্যের বিভিন্ন জেলার কুটীর শিল্পে উৎপাদিত দ্রব্য বিদেশে পাড়ি দিচ্ছে। সাত বছরে গ্রামীণ অর্থনীতির পরিবর্তন হয়েছে। অর্থাৎ গ্রামের মানুষের রোজগার বেড়েছে।

এদিন স্বপন দেবনাথ জানিয়েছেন, অনেকেই এই সমস্ত মেলা নিয়ে কটাক্ষ করেন। কিন্তু বাম আমলে যেখানে ১২টির বেশী এই ধরণের মেলা করতে পারেনি, সেখানে এই সরকার ৫০টিরও বেশী মেলা করেছে। কেবলমাত্র বর্ধমানে অনুষ্ঠিত এই মেলায় ২০১৪ -১৫ সালে অংশ নিয়েছিলেন ৬৫০ জন এবং বিক্রি হয়েছিল ৩ কোটি টাকার। ২০১৫-১৬ সালে অংশ নিয়েছিলেন ৭০১ জন এবং বিক্রি হয়েছিল ৩ কোটি ৫৪ লক্ষ টাকার। ২০১৬-২০১৭ সালে অংশ নিয়েছিলেন ৭৮৫ জন শিল্পী এবং বিক্রি হয়েছিল ৩ কোটি ৯২ লক্ষ টাকার। গতবছর এই মেলা হয় আসানসোলে। সেখানে ৫ কোটি টাকার বিক্রি হয়। স্বপনবাবু জানিয়েছেন, এবছর প্রায় ১২০০ শিল্পী অংশ নিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁরা আরও বেশি বিক্রির আশা করছেন।

Like Us On Facebook