মঙ্গলবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হল জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা-২০২৪। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক বিধানচন্দ্র রায়, বিডিএ-র চেয়ারম্যান কাকলী গুপ্ত তা, পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস প্রমুখ।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘হস্তশিল্পীদের তাঁদের উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য রাজ্য সরকার এই ধরণের মেলার উদ্যোগ নিয়েছে।এই মেলায় অংশগ্রহণকারী শিল্পীদের বিনামূল্যে স্টল, তাঁদের প্রতিদিন ৭৫ টাকা করে রাহা খরচ ছাড়াও তাঁদের উৎপাদিত সামগ্রী মেলা প্রাঙ্গণে নিয়ে আসা ও যাওয়ার জন্য রাজ্য সরকার পরিবহণ ভাতা দিচ্ছে।’ তিনি জানিয়েছেন, কচুরিপানা নিয়ে বিভিন্ন দ্রব্য তৈরী করা হচ্ছে। ছোট ছোট শিল্পকেও রাজ্য সরকার স্বীকৃতি দিচ্ছে। জেলাশাসক বিধানচন্দ্র রায় জানিয়েছেন, এই মেলায় ১৫০জন হস্তশিল্পী অংশ নিচ্ছেন। তার মধ্যে ২০জন তাঁতশিল্পীও রয়েছেন। মোট ৯০টি স্টল করা হয়েছে। এই মেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

Like Us On Facebook