মালদার গনিখান চৌধুরী ইন্সিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা খোলা আকাশের নীচে দুর্গাপুরের এনআইটি গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে রাতের অন্ধকারে মশার হামলা সহ পানীয় জল, শৌচালয়ের অভাবে একে একে অসুস্থ হয়ে পড়ছে। শনিবার এক ছাত্র আলমগীর খান প্রবল জ্বরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে এনআইটি’র স্বাস্থ্যকেন্দ্রে ও পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আলমগীরের অবস্থা বর্তমানে স্থিতিশীল। বাকি আরো প্রায় ১০ জনের মত ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আন্দোলনরত ছাত্র নাসিম ও সাদিকুল আলমের অভিযোগ এনআইটি’র মত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাদের কাছে অভিভাবকের আচরণ আশা করেছিলাম, কিন্তু এনআইটি’র কর্তারা নূন্যতম শৌচালয় ও পানীয় জলটুকু না দিয়ে যা অমানবিক মুখ দেখাল তা ছাত্র আন্দোলনে ইতিহাস হয়ে থাকবে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, ‘এনআইটি কেন্দ্রীয় সংস্থা। এটি এনআইটি’র সম্পূর্ণ আভ্যন্তরীন বিষয়। নিয়মের বেড়াজালে আমি কিছুই করতে পারব না। মানবিক কারণে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অসুস্থতায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসার যা সাহায্য লাগবে তা আমি দিতে পারব এবং আজ দিয়েওছি।’ দুর্গাপুরের শিক্ষা মহলও ছাত্র-ছাত্রীদের একে একে অসুস্থতার খবরে উদ্বিগ্ন।