ছট পুজোর প্রাক্কালে পূণ্যস্নান করতে এসে দামোদরে তলিয়ে গেল এক কিশোরী। তিন ঘন্টা পর দেহ উদ্ধার হয়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পরিজনেরা। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, মঙ্গলবার সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজে ছটপুজো উপলক্ষে পূণ্যস্নান করতে এসেছিলেন শনি তাঁতি (১৬)। হঠাৎই দামোদরের জলে তলিয়ে যায় শনি, দামোদরের ঘাটে থাকা বেশ কিছু পূর্ণার্থী সেই সময় খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশকে। পুলিশ উদ্ধার করে বড়জোড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ কেন দেরিতে এল – এই অভিযোগে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান ঘাটে উপস্থিত বাকি পূর্ণার্থীরা সহ শনি তাঁতির প্রতিবেশীরা। কোনক্রমে পুলিশ উত্তেজিত জনতার রোষ সামলে কিশোরীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। অভিযোগ, খবর দেওয়ার প্রায় ঘন্টা তিনেক পর পুলিশ ঘটনাস্থলে আসে। মঙ্গলবার সকালের এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট চত্বরে। জানা গেছে, দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নেপালীপাড়া হিন্দি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী শনি তাঁতি নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের ডিভিসি মোড় সংলগ্ন এমএএমসি টউনশিপের সুভাষপল্লী এলাকার বাসিন্দা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এমএএমসি টাউনশিপে।

Like Us On Facebook