বিয়ের আগে আশীর্বাদের দিনই বিষ খেয়ে আত্মঘাতী হল পাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানের জামালপুর থানার নবগ্রামে। মৃতের নাম মমতা পণ্ডিত (১৭)। মৃতের বাবা শৈলেন পণ্ডিত স্থানীয় একটি রাইস মিলের শ্রমিক। তিনি জানিয়েছেন, মমতা মাধ্যমিকে পরপর দুবার ব্যাক পায়। এরপরই তার বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি হুগলির হরিপাল থানার রসপুর গ্রামে তার একটি বিয়ের সম্বন্ধ পাকাও হয়ে যায়। আগামী ১৮ জুলাই তার বিয়ের দিনও ঠিক হয়ে যায়। সেজন্য শুক্রবার পাত্রপক্ষ মেয়েকে আশীর্বাদ করতে আসার কথা ছিল। ফলে বৃহস্পতিবার থেকেই কার্যত বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় বাড়িতে। যদিও তিনি জানিয়েছেন, এই বিয়েতে মেয়ে কোনো অমতও করেনি। এদিকে, শুক্রবার ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ শৈলেনবাবু প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠেন। তিনি দেখেন বাথরুমের আলো জ্বলছে। ডাকাডাকি করায় ভেতর থেকে মমতা সাড়াও দেয়। যদিও তার কথা অসংলগ্ন ঠেকেছিল তাঁর। কিন্তু এরপরই তিনি মাঠে চলে যান প্রাতঃকৃত্য সারতে। কিন্তু সেখান থেকে ফিরে আসার পরও তিনি দেখেন বাথরুমের আলো জ্বলছে এবং বাথরুম ভেতর থেকে বন্ধ। এরপরই তিনি ডাকাডাকি করেন মমতাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল এবং সঙ্গে সঙ্গেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বিয়ের আশীর্বাদের দিন বিষ খেয়ে আত্মঘাতী পাত্রী
Like Us On Facebook