সিত্রাং মোকাবিলায় তৈরি পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলার সংশ্লিষ্ট দফতরের কর্মীদের সমস্ত রকমের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। একই সঙ্গে ২৪ ঘন্টার হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সিত্রাং সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা জানানো যাবে হেল্পলাইন নম্বরে।

এছাড়াও সিত্রাং মোকাবিলায় সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতরের তরফে। বিশেষ করে গাঙ্গীয় উপকূল সংলগ্ন কালনা ও কাটোয়া মহকুমার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানিয়েছেন, সিত্রাং মোকাবিলায় সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। ইতিমধ্যেই জেলার সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে মিটিং করে তাদের সতর্ক করা হয়েছে।

সিত্রাং সংক্রান্ত জেলার হেল্পলাইন নম্বর – ০৩৪২-২৬৬৫০৯২ ও ৮০০১১৯২৭৪০।

Like Us On Facebook