.
দুর্গাপুরের ডিভিসি মোড়ে ২ নম্বর জাতীয় সড়কের উপর এলপিজিবাহী ট্যাঙ্কার উল্টে বিপত্তি। ফ্লাইওভারের উপর গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার জেরে ফ্লাইওভারের গার্ড রেলিং ভেঙে গিয়ে ডিভিসি মোড়ের ফ্লাইওভারটিও ক্ষতিগ্রস্ত হয়। উল্টে যাওয়া ট্যাঙ্কারটি গ্যাস ভর্তি থাকায় বিপদ এড়াতে পুলিশ ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে ব্যাপক যান জটের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে দুর্গাপুর স্টেশন থেকে সিটি সেন্টার যাওয়ার রাস্তা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ডেকে পাঠানো হয় দমকলের একটি ইঞ্জিন। পুলিশ ক্রেন এনে ট্যাঙ্কারটিকে রাস্তা থেকে সরানোর চেষ্টা শুরু করে।
Like Us On Facebook