.

ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিকের আতঙ্ক ছড়াল শুক্রবার। দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে কাজ করার সময় গ্যাস লিক হয়ে দু’জন স্থায়ী কর্মী অনুপম ঘোষ ও জয়ন্ত হাজরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে ডিএসপি কারখানায় প্রাথমিক চিকিৎসা করানো হয়। সেখানে অনুপমবাবু সুস্থ হয়ে উঠলেও জয়ন্ত হাজরার শারিরীক সমস্যা বাড়তে থাকায় কারখানার চিকিৎসকরা অনুপমবাবুকে ছেড়ে দিলেও জয়ন্তবাবুকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে ভর্তি করা হয়। জয়ন্তবাবু বলেন, ‘শুক্রবার ব্লাস্ট ফার্নেসে কাজ করার সময় হঠাৎ করে কার্বন মনোক্সাইড গ্যাস বের হতে থাকায় এই বিপত্তি ঘটে। আমি বেশি অসুস্থ হয়ে পড়ি। অনুপমবাবু সুস্থ হয়ে গেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’

Like Us On Facebook