রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কম থাকা নিয়ে গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিনের। ১৪ কেজির গ্যাস সিলিন্ডারে কম গ্যাস থাকছে বলে বিভিন্ন সময় সরব হয়েছেন গ্রাহকরা। শনিবার রাতে নিউ টাউনশিপ থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মুচিপাড়া এলাকায় একটি দোকান থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের গ্যাস বের করার একটি চক্র হাতেনাতে ধরে ফেলে।
জানা গেছে, একটি দোকানে রান্নার গ্যাস সিলিন্ডারে পাইপ লাগিয়ে গ্যাস বের করে ছোট ছোট সিলিন্ডারে ভরে নেওয়া হচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। নিউ টাউনশিপ থানার পুলিশ ধৃতকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যাক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ, যা দিয়ে গ্যাস বের করা হত। এবং সেই গ্যাস ভর্তি করা হতো খালি সিলিন্ডারে। দুর্গাপুরের এসিপি ধ্রুবজ্যোতি মুখার্জী বলেন, বিভিন্ন তেল সংস্থাগুলি থেকে অভিযোগ পেয়ে আমরা অভিযান শুরু করি। শনিবার রাতে এক ব্যাক্তিকে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় সমস্ত যন্ত্রাংশ সহ হাতেনাতে ধরে পুলিশ।