প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিপিএল কার্ড হোল্ডারদের সম্পূর্ণ বিনামূল্যে সিলিন্ডার সহ গ্যাস সংযোগ দেওয়া শুরু হল দুর্গাপুরে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উদ্যোগে দুর্গাপুরের শঙ্করপুর, কালিগঞ্জ, টেটিখোলা, পাহাড়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় গত ১৮ মে থেকে সমাজে পিছিয়ে পড়া মহিলাদের  রান্নার সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সিলিন্ডার সহ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৪১০জন মহিলাকে সিলিন্ডার সহ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ উজ্জ্বলা যোজনাকে বাস্তবায়নের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আরও এক হাজার জন আর্থিক অসচ্ছল পরিবারের মহিলার মুখে হাসি ফোটাতে সিলিন্ডার সহ গ্যাস সংযোগ দেবে বলে জানা গেছে। শনিবার শংকরপুরের ইন্ডেন গ্রামীন গ্যাস ডিস্ট্রিবিউটরে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের আধিকারিক কল্পনা মিশ্র ও বিজেপির জেলা গুনীজন সেলের আহ্বায়ক অমিতাভ ব্যানার্জী ও বিজেপি নেতা শ্রীদাম পাল সহ অনেক বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। অনগ্রসর গ্রামীন মহিলারাও প্রধানমন্ত্রী তাঁদের প্রতি সদয় হওয়ায় খুশীর কথা জানান।

Like Us On Facebook