দুর্গাপুর স্টেশন বাজারের ‘আলাপ’ পুজো কমিটির গণেশ পুজো এবার আঠারো বছরে পদার্পণ করল। এবছরও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো।পুজোর সঙ্গে সঙ্গে মেলাও চলবে দশ দিন ধরে। বুধবার রাতে দুর্গাপুরের মহানাগরিক দিলীপ আগস্তি পুজোর উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ রুমা পাড়িয়াল, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা চোধুরী সহ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।

দুর্গাপুরের চন্ডীদাস মার্কেট সংলগ্ন এলাকার ইয়ং বেঙ্গল ক্লাবের গণেশ পুজো বৃহস্পতিবার রাতে উদ্ধোধন হয়। উদ্ধোধন করেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ মণি দাশগুপ্ত। দুর্গাপুর সগড়ভাঙার ডেয়ারি মোড়ের সার্বজনীন গণেশ পুজোর উদ্ধোধন করেন মেয়র পারিষদ রুমা পাড়িয়াল ও মেয়র পারিষদ অঙ্কিতা চোধুরী। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গৃহস্থবাড়ি ও ব্যবসায়ীদের উদ্যোগে মহা ধুমধাম সহকারে গণেশ পুজোর আয়োজন করা হয়।




Like Us On Facebook