জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিজেপি কর্মীরা স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন করল। বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ বিজেপির জেলা নেতৃত্ব ও বিজেপি কর্মীরা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সফল করতে মঙ্গলবার সকাল থেকে ঝাড়ু হাতে রাস্তার জঞ্জাল সাফাইয়ের কাজে নেমে পড়েন। দুর্গাপুরের রেল স্টেশন, বাস স্ট্যান্ড, রানিগঞ্জ, আসানসোল, কুলটি ও গলসি সহ বিভিন্ন জায়গায় মঙ্গলবার সকাল থেকে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন করা হয়।

দুর্গাপুরের গান্ধী মোড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজীর মূর্তিতে মাল‍্যদান করেন দুর্গাপুর শিল্পাঞ্চলের কংগ্রেস নেতৃত্ব। বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষে থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় এদিন মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিন কাঁকসা থানায় যথাযথ মর্যাদায় পালিত হল মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। কাঁকসা থানার পক্ষ থেকে এদিন এলাকার কচিকাঁচাদের হাতে ফুল ও চকলেট তুলে দেওয়া হয়।





Like Us On Facebook