.
দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে প্রায়ই টেকনিক্যাল সমস্যার কারণে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকে বলে অভিযোগ। ফলে শবযাত্রীরা মৃতদেহ দাহ করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন। মঙ্গলবার একই সমস্যায় বীরভানপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার প্রতিবাদে স্থানীয় বিজেপি কর্মীরা নকল শবদাহের মিছিল করে যমের দুয়ারে সরকার শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের সদিচ্ছা না থাকায় মেরামতির অভাবে বীরভানপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লিটি ঠিকমত পরিষেবা দিতে পারছে না। শহদাহ করতে আসা মানুষদের দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজেপি কর্মীদের দাবি ২ মে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে এরপর আমরা সঠিক ভাবে এই বৈদ্যুতিক চুল্লিটির সংস্কার করে দুর্গাপুরের মানুষকে পরিষেবা দেব। দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশান কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বিকল বৈদ্যুতিক চুল্লিটি। এদিকে বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে চারটি মৃতদেহ দাহ করতে পারেন নি শবদাহ করতে আসা শ্মশানযাত্রীরা। এরপরে এই খবর চাউর হতেই বিজেপি কর্মীরা বীরভানপুর মহাশ্মশানে গিয়ে নকল মৃতদেহ কাঁধে নিয়ে যমের দুয়ারে সরকার শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখায়।