দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালের ফাস্টফুড কাউন্টারে ছত্রাক পড়া পিৎজা বিক্রির অভিযোগকে কেন্দ্র করে বুধবার হেল্থ ওয়ার্ল্ড হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। যদিও পরে ফুড কাউন্টারের পিৎজা বিক্রেতা অভিযোগকারীকে পিৎজার দাম ফেরৎ দিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন। অভিযোগকারী ওই ক্রেতা বলেন, ‘ভাবতেই অবাক লাগছে আমি একটা বড় হাসপাতালের ফুড কাউন্টার থেকে বেশী দাম দিয়ে খাবার কিনেও পচা খাবার পেলাম।’ অভিযোগকারী ওই ব্যক্তি হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিষয়টি প্রসাশনিক তদন্তের দাবি করেন।

এদিকে হাসপাতালের ফুড কাউন্টারের পিৎজা বিক্রেতা চন্দনা দত্ত ও ফুড কাউন্টারের কর্মীরা অভিযোগকারী চেঁচামেচি করতেই কাউন্টারের সমস্ত কেক, পেস্ট্রি, পিৎজা দ্রুত সরিয়ে ফেলেন শোকেস থেকে। পরে তিনি বলেন, ‘আমরা আসলে রোগী ও রোগীদের আত্মীয় পরিজনদের উচ্চ গুণমানের খাবার দেওয়ার চেষ্টা করি সব সময়, কিন্তু রোগীর আত্মীয় পরিজনেরা অনেক সময় ফুড কাউন্টারে মোবাইলে চার্জ দিতে আসেন এবং ইলেকট্রিক প্লাগ পয়েন্ট থেকে ফ্রিজের প্লাগ খুলে মোবাইলে চার্জ দেন। তারপর ফের ফ্রিজের প্লাগ লাগাতে ভুলে চলে যান।’ এতেই বিপত্তি ঘটেছে বলে দাবি ফুড কাউন্টারের বিক্রেতা চন্দনা দত্তর। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ হালদার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেন।

Like Us On Facebook