আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ নিখিল বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সিটি সেন্টারের এডিডিএ অফিসের সামনে শেষ শ্রদ্ধা জানাল দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে প্রথমে নিখিলবাবুর গোপাল মাঠের বাড়িতে আনা হয় মরদেহ। সেখানে পরিবার পরিজনের সঙ্গে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী নিখিলবাবুকে শেষ শ্রদ্ধা জানান। এর পর সিটি সেন্টারের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে মরদেহ আনা হয় সকলের শ্রদ্ধা জানানোর জন্য।

আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সমস্ত কর্মী, ‌দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় সহ দুর্গাপুর নগর নিগমের সমস্ত কর্মীবৃন্দ, সাংসদ মুমতাজ সংঘমিতা, তৃণমূল কংগ্রেসের শিল্পাঞ্চল কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী সহ দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শ্রদ্ধা জানান বিরোধী দল কংগ্রেসের শিল্পাঞ্চল সভাপতি দেবেশ চক্রবর্তী। শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষ হতেই প্রাক্তন চেয়ারম্যানের নশ্বর দেহ নিয়ে সৎকারের উদ্দেশ্যে শববাহী শকট ত্রিবেনীর উদ্দেশ্য রওনা দেয়।

Like Us On Facebook