তেলের গুণগত মান পরীক্ষা করতে দুর্গাপুর মহকুমা কার্যালয় এবার পেট্রোল পাম্পগুলিতে বিশেষ অভিযান শুরু করল। বুধবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ের প্রশাসনিক আধিকারিদের একটি বিশেষজ্ঞ টিম ম্যাজিস্ট্রেট অভিজিৎ সামন্তের নেতৃত্বে দুর্গাপুরের বিভিন্ন এলাকার ছয়টি পেট্রোল পাম্পে অভিযান চালায় বলে জানা গেছে।

বেশকিছু দিন ধরেই দুর্গাপুরের বেশ কিছু পেট্রোল পাম্প থেকে দেওয়া তেলের গুণগত মান নিয়ে ক্রেতারা অভিযোগ জানাচ্ছিলেন। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক দফতর ক্রেতাদের অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে। এরপরেই জেলাশাসকের নির্দেশে বুধবার থেকে দুর্গাপুর মহকুমা কার্যালয়ের পক্ষ থেকে এক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্প গুলিতে অভিযান চালিয়ে তেলের নমুনা সংগ্রহ করে।

জানা গেছে, বুধবার বিভিন্ন তেল কোম্পানির ছয়টি পেট্রোল পাম্প থেকে নমুনা সংগ্রহ করা হয়। এই ছয়টি পেট্রোল পাম্প হল। দুর্গাপুর স্টিল টাউনশিপ এজোনের রাম মোহন রোডের সুপার সার্ভিস স্টেশন, দুর্গাপুরের গান্ধী মোড়ের কোকো পেট্রোল পাম্প, প্রান্তিকার কমলা সার্ভিস স্টেশন, রাজবাঁধের রাজলক্ষী ও পাণ্ডবেশ্বরের বনবহাল মুখার্জি পেট্রোল পাম্প এবং অণ্ডালের কাজোড়ার শ্রীকৃষ্ণ পেট্রোল পাম্প থেকে বুধবার নমুনা সংগ্রহ করা হয় বলে জানান দুর্গাপুরের ম্যাজিস্ট্রেট অভিজিৎ সামন্ত। অভিজিৎবাবু বলেন, ‘আগামী দিনেও এই অভিযান চলবে’।


Like Us On Facebook