শনিবার বিধান নগরের ক্লাব স‍্যান্টোস মাঠে দুর্গাপুর মেয়র একাদশ বনাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট একাদশের মধ্যে সৌজন্য মূলক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল। উইক এন্ডে প্রচুর মানুষ এই ম‍্যাচ উপভোগ করলেন।

টসে জিতে মেয়র একাদশের ক‍্যাপ্টেন মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ব‍্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ১৬ ওভারে ১০৮ রান তোলে মেয়র একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ডিসিপি (পূর্ব) অভিষেক মোদীর নেতৃত্বে পুলিশ একাদশ ৮ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী, এসিপি উমেশ গণপত, সিআই চন্দ্রনাথ চক্রবর্তী সহ পুলিশ আধিকারিকরা মাঠে সকলেই উপস্থিত ছিলেন। অপরদিকে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, চন্দ্রশেখর ব‍্যানার্জী, বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ও কাউন্সিলর দেবব্রত সাঁই মেয়র একাদশের হয়ে সকলের নজর কাড়েন। দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

Like Us On Facebook