অভিনব উদ্যোগ দেখা গেল দুর্গাপুরের ৯ নং ওয়ার্ডে। এলাকার ২৫০ দুস্থ পরিবারকে রবিবার বিনামূল্যে সবজি প্রদান করলেন স্থানীয় শাসকদলের কর্মীরা। দোকানের মতো করে টেবিলের উপর সাজিয়ে রাখা নানান শাক সবজি থেকে স্থানীয় দুস্থ মানুষ এসে নিজেদের পছন্দের শাক সবজি সম্পূর্ণ বিনামূল্যে তুলে নিয়ে গেলেন। রবিবার এই অভিনব কর্মসূচি নেন স্থানীয় কাউন্সিলর তথা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ ও তাঁর সহকর্মীরা। জানা গেছে, লক ডাউনে দুস্থদের চাল, ডাল, আলু দেওয়া হলেও কোথাও প্রয়োজনীয় সবজি হাতে তুলে দেওয়া হচ্ছে না। লকডাউনে মানুষজনের রুজি-রোজগার নেই। হাতে টাকা পয়সারও অভাব। তাই চাল, ডাল, আলুর সঙ্গে রান্নার সবজিও প্রয়োজন। আর সেই প্রয়োজনটাই মেটাতে এই উদ্যোগ নিয়েছেন দুর্গাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ সহ দলীয় কর্মীরা। রবিবার দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি এই বিনামূল্যের সবজি বাজারের উদ্ধোধন করেন। অভিনব উদ্যোগ নিয়ে দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মেয়র উদ্যোক্তাদের কুর্নিশ জানান।
বিনামূল্যের সবজি বাজার যার মস্তিষ্কপ্রসূত সেই শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত বলেন, ‘আমরা সরকারের নির্দেশকে মান্যতা দিয়েই সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে বিনামূল্যের সবজি বাজার করেছি। দুস্থ মানুষের বাড়িতে চাল, ডাল, আলুর সঙ্গে সবজিরও প্রয়োজন রয়েছে। আমরা তাই বিনামূল্যে সবজি বাজার খুলে স্থানীয় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমার ভালো লাগছে সবাই হাসিমুখে বিনামূল্যের সবজি বাজারে এসে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে নিজেদের পছন্দমতো সবজি নিয়ে বাড়ি ফিরলেন।