দুর্গাপুরে আইকিউ সিটি নারায়ণা হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মহিলাদের জন্য ফ্রি ডায়াবেটিস স্ক্রীনিং ক্লিনিকের আয়োজন করা হয়েছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ ক্লিনিক। চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

আইকিউ সিটি নারায়ণা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালে আসা সমস্ত মহিলারা এই বিশেষ ক্লিনিকের সুবিধা নিতে পারবেন ২১ নভেম্বর পর্যন্ত। কর্তৃপক্ষের দাবি, একটি সুস্থ পরিবারের চাবিকাঠি মহিলাদের হাতে। আর সেই মহিলাদের সুস্বাস্থ্যের দিশা দিতেই এই বিশেষ উদ্যোগ। এই ক্লিনিকে মাত্র ১০০ টাকায় জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থার ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। সঙ্গে থাকছে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ।

Like Us On Facebook