লকডাউনের জেরে দোকানপাট, খাবার হোটেল সব বন্ধ। খাবার না পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগীর পরিজনরা চরম দুর্ভোগে পড়েছেন। একদিকে হাসপাতালে বাড়ির প্রিয়জন ভর্তি রয়েছেন। অপরদিকে লকডাউনে যানবাহন চলাচল না করায় বাড়িও ফিরতে পারেন নি অনেক ‌রোগীর পরিজনেরা। গত দু’দিন ধরে প্রায় অনাহারেই রয়েছেন অনেক রোগীর পরিজনেরা। এই খবর কানে পৌঁছাতেই মহকুমা হাসপাতাল সংলগ্ন দুর্গাপুরের এবিএল টাউনশিপের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও একটি ক্লাবের সদস্যরা রোগীর পরিবারের লোকজনদের খাবারের প্যাকেট তুলে দিতে একটি ফ্রি ক্যান্টিন চালু করলেন মহকুমা হাসপাতালের সামনে। এখানে রোগীর পরিবারের লোকজন সম্পূর্ণ বিনামূল্যে খাবারের প্যাকেট পাবেন।

বুধবার সকালে এই ফ্রি ক্যান্টিন চালু করে স্বেচ্ছাসেবীরা মহকুমা হাসপাতালের রোগীদের পরিজনদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন। এতে রোগীর পরিজনেরা খুশির কথা জানান। জানা গেছে, বুধবার প্রথম দিনেই এই ফ্রি ক্যান্টিন থেকে রোগীর পরিজনেদের ৬৫ জন খাবার সংগ্রহ করেন। উদ্যোক্তাদের পক্ষে নবারুণ দে বলেন, ‘করোনা মোকাবিলায় দেশে লকডাউন চলছে। সমস্ত দোকান-হোটেল বন্ধ। রোগীর পরিবারের লোকজন হাসপাতালের আশেপাশে খাবার কিনতে পারছেন না। অনাহারে রয়েছেন। তাই আমরা নিজেরাই উদ্যোগী হয়ে রোগীর পরিজনদের‌ পাশে দাঁড়াতে এই ফ্রি ক্যান্টিন চালু করলাম। আজ প্রথম দিনেই ৬৫ জন রোগীর পরিজনদের‌ খাবারের প্যাকেট তুলে দিই আমরা। খাবারের প্যাকেটের সঙ্গে হাত ধোয়ার সাবানও দিচ্ছি রোগীর পরিবারের লোকজনদের। এতে রোগীর পরিজনেরা একটু চিন্তা মুক্ত হয়েছেন।’

Like Us On Facebook