বাস মালিকের মানবিক মুখ দেখল দুর্গাপুর। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করলেন নিজের ২টি বাস ও ১টি অটোতে। একইসঙ্গে নিজের এবং দুর্গাপুরের পরিবহণ শিল্পের মানবিক মুখ তুলে ধরলেন বেনাচিতির পরিবহণ ব্যবসায়ী শ্যামল সাহা। নিজে মাধ্যমিক পাশ করেছেন ১৯৯১ সালে। মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধার কথা এখনও ভোলেননি শ্যামলবাবু। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিজের ২টি বাস ও ১টি অটোতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছেন।
শ্যামলবাবুর একটি বাস দুর্গাপুর থেকে শিবপুর ভায়া মুচিপাড়া ও অন্য বাসটি দুর্গাপুর থেকে প্রান্তিকা ভায়া বিধাননগর এবং অটোটি সিটিসেন্টার দিশা হাসপাতাল থেকে মিশন হাসপাতাল রুটে চলে। বুধবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। শ্যামলবাবু বর্ধমান ডট কমকে বলেন, ‘মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলবে এই বিনামূল্যের পরিষেবা। ভালো সাড়া পেলে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও এই সুবিধা দেব।’
নিম্নবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা এই পরিষেবায় উপকৃত হবে। শ্যামলবাবুর এই উদ্যোগকে সমাজের সকল শ্রেণীর মানুষ সাধুবাদ জানিয়েছেন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা শ্যামলবাবুর এই উদ্যোগের প্রশংসা করেছেন।