উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে সিএনজি অটোতে যাতায়াতের ব‍্যবস্থা করলেন দুর্গাপুর নগর নিগমের ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। আইএনটিটিইউসি অনুমোদিত দুর্গাপুর সিএনজি অটোরিকশা অপারেটর্স ইউনিয়নের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে অটো পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হল শেষ হবে ১১ এপ্রিল। ৪ নং বরো এলাকার ছাত্র-ছাত্রীদের এই সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অটো পরিষেবার শুভ সূচনা করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। এদিন পরীক্ষার্থীদের বিনামূল্যে অটো পরিষেবা দেওয়ার আগে ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের হাতে জলের বোতল ও পেন তুলে দেন। চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের এই উদ‍্যোগকে সাধুবাদ জানান ছাত্র-ছাত্রীদের অভিভাবক থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ সকলেই।



Like Us On Facebook