দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত দক্ষিণ পল্লীতে সোমবার রাতে স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক চন্দ্র দাস ওরফে কালুকে স্থানীয় এক গৃহবধুর সঙ্গে আপত্তি জনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা ধরে ফেলাকে কেন্দ্র করে পরষ্পর বিরোধী অভিযোগে এলাকার তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। জানা গেছে, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক চন্দ্র দাস ওরফে কালুকে বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিতেই কালুর অনুগামীরা অভিযোগকারী গোষ্ঠীর উপর চড়াও হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে সংঘর্ষে উভয় পক্ষের ছয় জন আহত হয়। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ টাউনশিপ থানার পুলিশ অবস্থা সামাল দিতে দুই জন মহিলা সহ মোট চারজনকে আটক করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ পল্লীর এক মহিলার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। এই সুযোগে ওই মহিলার সঙ্গে দক্ষিণ পল্লীর তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক চন্দ্র দাস ওরফে কালুর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পড়শীরা এই খবর জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রায় দিনই কালু ওই মহিলার বাড়িতে আসত। সোমবার রাতে ওই মহিলার বাড়িতে কালু ও মহিলাকে আপত্তি জনক অবস্থায় ধরে ফেলে এলাকার বাসিন্দারা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এরপরেই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।