.

নিজেকে নবান্নের নিযুক্ত আইএএস আধিকারিক পরিচয় দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে সিআইডি কলকাতার এক ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। জানা গেছে, ধৃতের নাম অরুপ নন্দী। কলকাতার ঠাকুরনগরের বাসিন্দা। ধৃত অরুপ নন্দীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নবান্নে কর্মরত আইএএস আধিকারিক পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই ভাবে দুর্গাপুরের বাসিন্দা একটি হোটেলের আধিকারিক শান্তনু পালের কাজ থেকেও সরকারি ফ্ল্যাট কম টাকায় মন্ত্রী কোটায় পাইয়ে দেওয়ার নামে বেশ কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেন বলেন অভিযোগ। শান্তনু পাল থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই সিআইডি বিষয়টির তদন্তের দায়িত্ব নিয়ে কলকাতা থেকে প্রতারক অরুপ নন্দীকে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে।

Like Us On Facebook