.

ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুরের তামলা শ্মশান কালী মন্দিরে জড়ো হওয়া চার ডাকাতকে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশ হাতে নাতে ধরে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। গোপন সুত্রে খবরের ভিত্তিতে পুলিশি অভিযানে এই চার ডাকাত আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ ধরা পড়ে। ধৃতদের নাম সাজু বাগদি, রাজু দাস, রৌশন সিং, শ্রীদাম বাউরি। ধৃতরা ভিড়িঙ্গী চাষী পাড়া, তামলা, কাদারোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Like Us On Facebook