চার সারমেয় শাবককে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল দুর্গাপুরের অভিজাত এলাকা সিটি সেন্টারের অম্বুজা আবাসন এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় হতবাক স্থানীয় মানুষ। এলাকার বাসিন্দারা সিটি সেন্টার ফাঁড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। স্থানীয় মানুষ ও পশুপ্রেমী সংগঠনের কর্মীরা অবিলম্বে চার সারমেয় শাবকের মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্ত করা এবং হত্যাকারীকে খুঁজে বের করে গ্রেফতার করার দাবি জানান পুলিশের কাছে।
জানা গেছে, দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলেও এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে। স্থানীয় বাসিন্দা নীলাঞ্জন পোদ্দার ও নীলাঞ্জনা রায় এই ঘটনার দোষীদের চরম শাস্তি দাবি করেন। নীলাঞ্জন পোদ্দার ও নীলাঞ্জনা রায় বলেন, ‘পাড়ায় ছোট্ট ছোট্ট এই চার সারমেয় শাবক পড়শিদের দেওয়া খাবার খেয়ে পাড়ার মধ্যে খেলাধুলো করে দিব্যি ছিল। জানি না কার এতে পাকা ধানে মই দেওয়া গেছে। তাই তারা সারমেয় শাবকগুলিকে নির্মম ভাবে বিষ খাইয়ে মারল। ওই চার সারমেয় শাবককে হারিয়ে ওদের মা বাচ্চাগুলির জন্য সকাল থেকে হাহাকার করছে।’