দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল চার পড়ুয়া। নাম সব্যসাচী মুখার্জী, সৌরভ মন্ডল, শিবু দাস ও রাহুল মান্ডি। জানা গেছে, এরা সকলেই উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল বয়স আঠারোর কোঠায়। কোনো ক্রমে প্রাণে বাঁচল অপর দুই ছাত্র। সোমবার এই ঘটনায় দুর্গাপুরের গোপালমাঠে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের গোপালমাঠের ছয় কিশোর সোমবার সকালে অন্ডালে দামোদরের কুটির ডাঙ্গার ঘাটে শিবের মাথায় জল ঢালার জন্য জল নিতে আসে। সেখানে দামোদরে নদীতে নামতেই তলিয়ে যায় ছয় জনই, কিন্তু কোনো ক্রমে সাঁতার কেটে নদীর পাড়ে উঠতে সক্ষম হয় দুই যুবক। নদীর জলে তলিয়ে যায় বাকি চার যুবক। ঘটনা জানাজানি হতেই ঘাটে প্রচুর স্থানীয়রা ভিড় জমান। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ।
প্রাথমিক ভাবে স্থানীয়দের সঙ্গে নিয়ে অন্ডাল থানার পুলিশ উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজ চার যুবকের মধ্যে দু’জনের দেহ উদ্ধার করা যায়। শিবু দাস এবং সৌরভ মন্ডলের দেহ উদ্ধার হয়। খবর সংগ্রহ করা পর্যন্ত বাকি দু’জনের কোনো হদিস পাওয়া যায়নি। মর্মান্তিক এই খবর নিখোঁজ চার যুবকের বাড়িতে পৌঁছাতেই বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন এবং গোটা গোপালমাঠ জুড়ে সোমবার সকাল থেকে শোকের ছায়া নেমে আসে।