.

দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত জেসপ কারখানার সামনে মঙ্গলবার দুপুরে এক পথ দুর্ঘটনায় চার বাইক আরোহী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে দু’জন দুর্গাপুরের করঙ্গপাড়ার ও দুইজন সগরভাঙার বাসিন্দা। সগরভাঙার বাসিন্দা সুভাষ বন্দোপাধ্যায় নামে এক বাইক আরোহীর পায়ের চোট গুরুতর। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকিদের পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

Like Us On Facebook