পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৮ জুলাই দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু অনিবার্য কারণ বশত ‌শিলান্যাস অনুষ্ঠান ২৮ -এর পরিবর্তে ২৯ জুলাই হতে চলেছে। অনুষ্ঠানের প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।

দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে দুর্গাপুরের আইনজীবী মহলে উৎসবের মেজাজ। নতুন ভবনের শিলান্যাস করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ‍্যোতির্ময় ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট আইনজ্ঞগণ এবং আইন মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

Like Us On Facebook