দুর্গাপুর নগর নিগমের ১৮নং ওয়ার্ডে কেন্দ্রীয় স্বাস্থ্য যোজনার অধীনে একটি স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস হয়। উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মুখার্জী। এছাড়াও দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অমিতাভ ব্যানির্জী, কমিশনার কস্তুরি সেনগুপ্ত ও মেয়র পারিষদ (স্বাস্থ্য) লাভলি রায় উপস্থিত ছিলেন। এলাকার মানুষের সুবিধার্থে এই স্বাস্থ্যকেন্দ্রে দু’জন চিকিৎসক নিয়মিত চিকিৎসা করবেন বলে জানা গেছে। নগর নিগম সূত্রে জানা গেছে এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করতে ৭৫ লক্ষ টাকা খরচ হবে।