বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ফের উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হলেন। গত কয়েকদিন ধরে জিতেন্দ্র তেওয়ারি নিজের বিধানসভা পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শুরু করেছেন। মিটিং-মিছিল, কম্বল বিতরণের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করছেন। সোমবার তিনি লাউদোহা এলাকায় একটি সরকারি কলেজের শিলান্যাস করেন। নিজের বিধানসভা এলাকায় স্থানীয় মানুষের দাবিকে মান্যতা দিয়ে সরকারি কলেজ গড়ার প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়ায় সরকারি কলেজের শিলান্যাস করেন। যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ভালো রাস্তা এবং পড়ুয়াদের জন্য ওই এলাকায় একটি সরকারি কলেজের দীর্ঘদিনের দাবি ছিল। জিতেন্দ্র তেওয়ারি স্থানীয় মানুষের সেই দাবিকে মান্যতা দিতে সোমবার কলেজ গড়ার জন্য শিলান্যাস করেন।
ধবনী গ্রামের কবি নীলকন্ঠ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই কলেজের শিলান্যাস করেন স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। কলেজের শিলান্যাস হওয়ায় স্থানীয় মানুষ খুশি। জিতেন্দ্র তেওয়ারি বলেন, ‘স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সরকারি কলেজ ও ভালো রাস্তার। আমি কথা দিচ্ছি দু’বছরের মধ্যে এই সরকারি কলেজ গড়ে উঠবে এলাকায়। আর স্থানীয় মানুষের স্বার্থে খুব শীঘ্রই ভালো রাস্তা তৈরি করে দেব।’ জিতেন্দ্র তেওয়ারির এই দাবিতে স্থানীয় মানুষ খুশি। কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা বলছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিধায়ক এই কলেজের শিলান্যাস করে কলেজ গড়ার প্রতিশ্রুতি দিলেন। বিরোধীদের প্রশ্ন, যেখানে অর্থ ও শিক্ষা দফতরের কোন অনুমোদন নেই সেখানে কিভাবে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি স্থানীয় মানুষকে সরকারি কলেজ গড়ে দেবেন?