Home Asansol পুজোর প্রাক্কালে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ পুজোর প্রাক্কালে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণBy BDC News Desk - October 4, 2016Facebook WhatsApp Twitter Linkedin Email পুজো উপলক্ষ্যে সিমজুড়ি ত্রিপুরেশ্বরী কালিমন্দিরে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়।