.

বর্ষার মরসুম হলেও বৃষ্টি এখনও সেভাবে আসেনি। সমানে চলছে গরমের দাপাদাপি। মানুষের সঙ্গে জীবজন্তুদেরও গরমে যে নাভিশ্বাস উঠছে তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার সকালে। দুর্গাপুরের সিটি সেন্টারের কোর্ট চত্বরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার সামনে লোকজনকে পাশ কাটিয়ে একটি হনুমান ব্যাঙ্কের সামনে এসে বসে পড়ে। বেশ কিছুক্ষণ হনুমানটি চোখ বন্ধ করে হাঁপাতে থাকে। তারপর ধীরে ধীরে সকলের সামনেই শুয়ে পড়ে সিমেন্টের মেঝেতে। শেষমেশ প্রায় অচেতন হয়ে পড়ে। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই অস্থির হয়ে পড়েন। এরইমধ্যে সংবাদ মাধ্যমের এক কর্মী তথা পশুপ্রেমী দুর্গাপুর বন দফতরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডলকে খবর দিলে মিলনবাবু বন দফতরের কর্মীদের পাঠিয়ে অসুস্থ হনুমানটিকে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বন দফতর সূত্রে জানা গেছে, বন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা হনুমানটির সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেছেন। হনুমানটি সুস্থ হলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook