দুর্গাপুরের মামড়া বাজারে বনদফতরের কর্মীরা অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রি করা ৩িনটি কচ্ছপ উদ্ধার করেন। শনিবার সকালে দুর্গাপুর বনদফতরের ৬ জনের একটি টিম হঠাৎই হানা দেয় মাছ বাজারে। গোপন সূত্রে বনদফতরের আধিকারিকরা খবর পান বেআইনিভাবে ওই বাজারে কচ্ছপ বিক্রি করা হচ্ছে। মাছ বাজারে তল্লাশির পর তিনটি কচ্ছপ উদ্ধার করেন বনদফতরের কর্মীরা। বিপদ বুঝে পালিয়ে যায় কচ্ছপ বিক্রেতারা। কচ্ছপগুলো পরে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদফতড়র।
দুর্গাপুরের বনদফতরের আধিকারিক নীলরতন পান্ডা জানান, গোপন সূত্রে খবর পেয়ে আজ বনদফতরের একটি টিম হানা দেয় দুর্গাপুরের মামড়া বাজারে। তিনটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে, কিন্তু গোপন সূত্রের খবর অনুযায়ী আরও বেশিসংখ্যক কচ্ছপ থাকার কথা। তাই আরও কচ্ছপ কাথাও রাখা আছে কিনা এবং অভিযুক্তদের খোঁজে তল্লাসি চলছে। নিয়মিত হানা জারি থাকবে বলেও তিনি জানান।