দুর্গাপুর শহরে গড়ে ওঠা একটি আবসনের চার পাশে জাপানি মিয়াওয়াকি পদ্ধতিতে এক লক্ষ চারাগাছ রোপণ করে গড়ে তোলা হবে গভীর বনভূমি। সোমবার সংস্থার পক্ষ থেকে মিয়াওয়াকি পদ্ধতিতে কুড়ি হাজার চারা রোপণ করে এই কাজের সূচনা করা হয়। সংস্থার কর্তাদের সঙ্গে দুর্গাপুরের খাটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে চারা রোপণ করেন। পূর্ব ভারতে আবাসন প্রকল্পকে কেন্দ্র করে এই ধরণের উদ্যোগ এটাই প্রথম বলে জানা গেছে।

জানা গেছে, রিয়েল এস্টেট কোম্পানি জৈন গ্রুপের দুর্গাপুরে গড়ে ওঠা আবাসন প্রকল্প ‘ড্রিম ইকো সিটি’র চার পাশে এক লক্ষ চারা রোপণ করে গড়ে তোলা হবে গভীর বনভূমি। আবাসনকে কেন্দ্র করে মিয়াওয়াকি পদ্ধতিতে গড়ে তোলা হবে বনভূমি। বিশ্ববিখ্যাত উদ্ভিদবিশারদ, জাপানের মিয়াওয়াকি আকিরা পরিবেশ রক্ষার কাজে দেশ-বিদেশের নানা জায়গায় নতুন অরণ্য গড়ে সারাবিশ্বে আলোড়ন ফেলেছেন। তাঁর দেখানো পদ্ধতিকেই মিয়াওয়াকি পদ্ধতি বলা হয়। এতে স্বল্প জায়গায় বেশি সংখ্যক চারা গাছ লাগানো সম্ভব। এবং এই সব গাছ ২-৩ বছরেই বেড়ে উঠে এলাকায় গভীর বনভূমি তৈরি করে। শিল্পাঞ্চলের মতো এলাকায় এই ধরণের বনভূমি পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে দূষণ নিয়ন্ত্রণে কর্যকরী হবে এবং বাস্তুতন্ত্র রক্ষায় খুবই উপযোগী হবে বলে দাবি করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ঋষি জৈন।

সোমবার প্রথম দফায় সংস্থার আবাসন প্রকল্পের চারপাশে মিয়াওয়াকি পদ্ধতিতে কুড়ি হাজার চারাগাছ রোপণ করা হয়। ধাপে ধাপে এক লক্ষ চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিন আম, কাঁঠাল, কাজু, আমলকি, রিঠা, নিম, বেল, সেগুন ইত্যাদি গাছের চারা রোপণ করা হয়।


Like Us On Facebook