দৌলতাবাদের বাস দুর্ঘটনার পর দুর্গাপুরে বাসের উপর কড়া নজরদারি শুরু করল দুর্গাপুর মহকুমা প্রশাসন। সোমবার দুর্গাপুরের পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে অভিযান চালান। বাসের ছাদে যাত্রী ও মাল তোলা, নিম্নমানের টায়ার, বাসের চালকের কানে মোবাইল সহ বিভিন্ন অভিযোগে এদিন ২০টি বাসের কাগজপত্র বাজেয়াপ্ত করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুর্গাপুরের রাজবাঁধেও দুর্গাপুর মহকুমা প্রশাসন অভিযান চালায়।
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, কোন ভাবেই বাসের ছাদে যাত্রী ও পণ্য বহন করা যাবে না। বাস চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এদিন অভিযানে অনেক বাসের টায়ার অত্যন্ত খরাপ অবস্থায় দেখা গেছে। ধরা পড়া সমস্ত বাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মহকুমা শাসক আরও বলেন, এই অভিযান আগামী দিনেও জারি থাকবে। দুর্গাপুরের পরিবহণ আধিকারিক মৃন্ময় মজুমদারও একই কথা বলেন।