বিশিষ্ট কোরিওগ্রাফার টুবানের ডান্স অ্যাকাডেমির উদ্যোগে দুর্গাপুরের জাংশন মলে আয়োজিত ‘ফ্ল্যাশমব’-এ যোগ দিতে এসে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের পিয়ারলেস ইনন-এ সাংবাদিকদের মুখোমুখি হলেন চলচ্চিত্র অভিনেতা বনি। বনি উপস্থিত সাংবাদিকদের তাঁর নতুন ছবি গার্লফ্রেন্ডের কাহিনী শোনালেন। তমোগ্ন, আবীর, অলোক সহ বিভিন্ন রিয়েলিটি শোয়ে টুবানের ডান্স অ্যাকাডেমির সফল ছাত্ররাও এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিল। তারা সাংবাদিক সম্মেলনে ডান্স পারফর্ম করেও দেখায়।

কোরিওগ্রাফার টুবানের দাবি, কলকাতার পর দুর্গাপুরেও প্রচুর ট‍্যালেন্ট রয়েছে। সকলের পক্ষে মোটা টাকা খরচ করে এক্সপার্টদের কাছে প্রশিক্ষণ নিতে দীর্ঘ সময় ধরে কলকাতায় গিয়ে ডান্স শিক্ষা সম্ভব হয় না। তাই আমরা যৎসামান্য টাকায় মাসে চার দিন এক্সপার্টদের দিয়ে ছাত্র-ছাত্রীদের ডান্স শেখানোর ব‍্যবস্থা করেছি দুর্গাপুরে। টুবানের দাবি, আমরা খুব আন্তরিকভাবে ডান্স প্রশিক্ষণ দিই বলেই আজ বিভিন্ন টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে আবীর, তমোগ্ন ও অলোকরা বাংলার মুখ উজ্জ্বল করেছে।




Like Us On Facebook